সবাই ফিরে গেছে ---
একা দাঁড়িয়ে আছি চিকচিকে বেলাভূমিতে
সূর্য ডোবার পরেও
সময় যত গড়ায় -- উজ্জ্বল শুকতারাটি ক্রমশঃ এগিয়ে আসে --- আরও কাছে
কনকনে বাতাস মেখে পিছনে গাঢ় হয় আঁধারের চাদর ।
ঠিক উজ্জ্বল শুকতারাটির মতোই তোমার মায়াবী চোখ
তাই অপলক চেয়ে আছি চোখে ।
ওরা ফিরে গিয়ে ভুলে গেছে আমার কথা
অথবা, কোন স্টলে ঢুকে মুখচাট খাচ্ছে ---
ফেনিল ঢেউগুলো পা ছুঁয়ে ছুঁয়ে আবার মিলিয়ে যাচ্ছে নোনা জলে
আর, দু'পায়ে ফেলে রেখে যাচ্ছে ---
পিছিয়ে পরা সাদা ফেনপুঞ্জ ।
একটু পরেই দেখি -- বালুচরে আমার প্রলম্বিত ছায়া নোনা জলের ঢেউয়ে তরঙ্গ তুলে লুকোচুরি খেলছে ।
পিছনে মাথা তোলা পূর্ণিমা চাঁদ এবার দেখতে পাবে ---
বিক্ষত হৃদয় সারাতে বালি খুঁড়ে আমি
প্রেমের জীবাশ্ম খুঁজছি ... ।