গল্পরা শেষ হয়না কোথাও
গল্পের ভিতর গল্প,আরো গল্প অনুগল্পরা
আজীবন স্রোত বহমান এ সত্ত্বায়
ধান ক্ষেতের মিঠে রোদ্দুর আর
গঙ্গা ফড়িং এরা জানে,
এইমাত্র যে দুজন চলে গেল--
উল্টো বাঁকে মুখ ঘুরিয়ে–
তাদেরও দেখা হবে আবার এক পড়ন্ত বিকেলে,
আধো আলোছায়া মাখা এ মাঠের পাশে
অথবা প্রবল হৈ হট্টগোলের জনারণ্যে;
গম্ভীর অকাল বা মাতাল সন্ধ্যার।
সব বৈরিতা ভুলে,জীবনের থেকে
মুখ ঘুরিয়ে নেওয়া মানুষেরা,
পরস্পরের হাত ছুঁয়ে প্রশ্ন করবে
' কেমন আছো ভালো?'
হয়তো বা আট দশ বা বছর কুড়ি পরে।