স্যুট কিম্বা টাইএর পিন,জামা জুতো অঢেল
হাতঘড়ি বা পার্ফিউম, নতুন গাড়ির মডেল
এসব তোমার না থাকলেও চলে
এতদিন যাকে, দরকারি ভেবেছিলে
'ব্যস্ত' অজুহাত, আটকে আছো কাজে
ভাঙছে এখন সব, ঠুনকো রাজসাজে
অন্তরীণের আয়না, চেনায় আসল মুখ
এদিক ওদিক ছড়িয়ে থাকা জীবনের ভুলচুক
শহরে এখন ,পাখির ডাকে ধুম
হঠাৎ যেন পৌঁছে গেছি, স্বপ্নে মোড়া ঘুম
কোথাও, এখন মাটির কথা শুনে
ওই যে, যারা হাঁটছে একমনে
খসছে খোলস, ভেতরবাড়ি জেনো
তোমার সাথে, তফাৎ নেই কোনো।