অভিসম্পাতের ভাষা -  সুশান্ত গঙ্গোপাধ্যায়

যখন বেদনা সুখের থেকে গভীরতর হয়
যখন ভবিষ্যৎ রেখা-চিত্র অতীতের থেকে অনেক অনেক ছোট
তখনও কেন নিরুদ্বেগে থাকবো

চোখের সীমানা ছাড়িয়ে
মুগ্ধ আলোকরেখা চলে গেছে অন্তরে
যুদ্ধজাহাজ ভিড় করে আছে প্রজাপ্রতির বন্দরে

অভিসম্পাতের ভাষাও বদলে গেছে।