উড়িয়ে নাও সব - মণিদীপা নন্দী বিশ্বাস

অনেকসময় ঝড় আসে কমলের নাল ভাঙে যেমন
তেমনি নীলকাচ গুঁড়ো হয় বৈভবের অনন্ত ইচ্ছে
আর প্রতিযোগিতার খিলান।উড়ে যায় মুখোশ
বেরিয়ে পড়ে নখদন্ত ভাঙা বেহিসেবী ভিতরের
মুখ। তখন ই অন্তর ভয়ার্ত।এই সাথে সহবাস...
পথচলা এতগুলো সময়!কুড়িয়ে আতঙ্কে পৃষ্ঠা
ভরেছি অক্ষর। চুরি হয়ে যেতে পারে,পৃষ্ঠা ছিঁড়ে
টুকরো হ'তে পারে অথবা ফিরে না পাওয়া ডায়রী

থেকে ঈর্ষার গন্ধ ঢেকে দিতে পারে এক মানুষ।
ঝড় ও মহান ,মৃত‍্যু মহৎ। সৃষ্টির সূচনা লেগে
ধ্বংসের ভিতর। হলুদ রঙগুলো গ'লে পড়ে
দম্ভের অহমিকার।রামধনু ওঠে ভেজা আকাশে...
পৃথিবী জুড়ে সীমাহীন অক্ষমের শীৎকার,
নিরলসঅক্ষর পান ক'রে সবুজ হয়েছে পৃথিবী তখন

অসংখ‍্য ঝড় নামুক। নেমে দাঁড়াক ভেসে দাঁড়াক
সব নীচতার ঊর্দ্ধ্বে। হাত ধরে থাক শুধু ।