পবিত্র অসুখ - গৌতম সাহা

একান্ত আগামীর পথে হেঁটে যাওয়া
একটি মানুষ
একা নয়
সে অশক্ত মাকে তুলে নিয়েছে কোলে
আর তার চারদিকে অপার্থিব আলো
এ আলো ছুঁয়ে দিক
শরীর আমার
পবিত্র অসুখে আমি ভুগি
ভুগে ভুগে প্রাণ পাই
স্বপ্ন পাই     ঘুমিয়ে থাকা
সজীব উল্লাস পাই
মল্লার বাজুক আজ বাতাসের
কোল ঘেঁষে
প্রগাঢ় উষ্ণতায়