আধি-দৈবিক উচ্চারণের সারমর্ম
প্রকাশ্যে আনব না বলেই লুকিয়ে
ফেলেছি ছাতা। প্রবাসের দীর্ঘ সময়
অনিদ্রাজনিত বাস্তুসাপ কতবার
খোলস বদল করল, কতবার
উদাসীনতায় শঙ্খ লাগার প্রাক্ মুহূর্তে।
সরেজমিন তদন্তের ভার ও সিসি
টিভি'র সৌজন্যে সমুদ্র গুটিয়ে নিয়েছে
তার আস্ফালন আর আমি তোমার
নমুনা এঁকে পরিয়ে দিয়েছি পোশাক ।
আসলে নগ্নতাকে পোশাক পরিয়ে
দেওয়ার পরে তার সহজ হতে সময়
লাগছিল। যদিও তখনও আকাশে ঘোর
লাগেনি।একটা বাতাসবাহিত ভেজা
গন্ধ পূর্বরাগের ধানাই পানাই ।বাবুটির
ফিরবার সময় অনুমান করে পাখিপড়া
বিদ্যা শানিয়ে নেবার পরই ইন্ডোর
শ্যুটিং । উত্তরবঙ্গ থেকে একটা ফোন
তেনার ডায়লগ গুলিয়ে দিচ্ছিল। মুখস্থ
বিদ্যা আর চুরিবিদ্যার মাঝখানে এক
কাপ চা রেখে গেল কমার্সিয়াল ব্রেক !