তানপুরার খোলের ভেতর হাওয়ার বসত...
আন্দিজ পর্বতের চূড়া থেকে ভিসুভিয়াস
ছড়িয়ে থাকা সুরের গমক ওঠে নামে।
বেঠোফেনের সঙ্গে ঢেউয়ের সাক্ষাত হয়।
কপিলাধারা জলপ্রপাতের সঙ্গে রবিশঙ্কর
ঝালা বিষয়ে আলাপচারিতা সারেন...
ইয়েভদি মেনুহিন কখন যেন পুড়তে পুড়তে
হয়ে ওঠেন রোম শহর...
আরো নিখুঁত করে বললে জানা যায়
বিসমিল্লার অনুভবে ওই চারটি তারের আঁচড়ে
আসলে একটাই সুর... ভোলগা থেকে গঙ্গা...