এসো নিষিদ্ধ করো, মৃত্যু
বলো দরজাও হল বন্ধ!
তার ওইপারে ঘোর উদ্যান
দেখে যতই হয়েছ অন্ধ
তত বৃষ্টির দিকে মন যাক-
আর একবার ফের ভুল নাম
নিও অমৃত সেই ঝর্ণার!
স্বাদু জলের পীড়ায় উদ্দাম
দিন ডুবে যাওয়া, রাত শান্ত
সব নির্জন সব অরণি
ছিল ভরপুর, এত ফুলকি!
তাতে মানুষের চোখ পড়েনি-
শুধু অদ্ভুত সেই দেউটি
নিজে নিভবে না, এই খুঁত তার
পরী উড়ে গেছে, যদি জাদু শেষ
গোলা ভরে নাও, দাও ফুৎকার
আর মনে করো মনে রেখে দাও
কিছু লিখো, কিছু লেনদেন
বাকি থাক। পরে এসে কেউ,
রামপ্রসাদের বেড়া বাঁধবেন...