চেয়ার - কৃষ্ণজিৎ সেনগুপ্ত

পদাধিকার দাঁড়িয়েছে এসে ওই দিগন্তে। দেখি তার টলমলে অস্তিত্ব, ওপরে উদ্ধত অনিশ্চয়তা।

তবু, এরই জোরে গ্রাসাচ্ছাদন।

জন্মান্তর
কৃষ্ণজিৎ সেনগুপ্ত

এত নিরাশা, মৃত্যুর এত উৎসব দিগ্বিদিকে। যেন শ্মশান ও সমাধির অবাধ আলিঙ্গন।
কিন্তু, তবুও কী অলৌকিক প্রাণপ্রবাহ। ক্লেদ ফুঁড়ে জেগে ওঠে আশার কুসুম। তখন
মৃত্যুর গাঢ় বিছানায় প্রাণের প্রাতরাশ।

এরই নাম বুঝি জন্মান্তর।