সারাদিন ভুলে থাকো কাজে
সারারাত চাঁদের সাম্পান-
তারার ভাষায় গেঁথে দাও
গানের অধিক কিছু গান।
আবছায়া শ্বাস নেয় ঘন
কথার শরীর জুড়ে ঝড়,
আমার অস্থি ছাই উড়ে
ফুটে ওঠে সুখের আস্তর।
জলের মতন ঘিরে ধরো,
ভাসাও ভাঙনে দুটি কূল-
নিবিড় সে প্লাবনে প্লাবনে
ডুবে মরে জোছনার ফুল।
অথবা সে ফুল ঝরেছিলো
কোনদিন ভুল বর্ষায়,
যেভাবে গোপনে, আঁধারে
মেঘের মর্ম ভেঙে যায়।
তারপর চরাচর জুড়ে
পড়ে থাকে চাঁদের বাসর।
ছায়ার ভেতরে জেগে থাকে
ঘরের অধিক কোন ঘর।