ঋণী

ঘুমপরীদের দেশে
একদিন গিয়েছিলাম,  
মেঠো পথ চিনে.
ভাসা ভাসা কিছু স্মৃতি
এখনো তার,
রয়ে গেছে মনে.
সীমাহীন,অক্লেশে
তেপান্তরের পারে আমি -
কুমীরের মতো  করে
ঢাল বেয়ে গিয়েছি নামি,
তৃষ্ণা নদীর কালো জলে,
যেন কোনো মায়াবীর
জাদুমন্ত্রবলে,
চক্রব্যূহে প্রবেশিনু
অভিমন্যুর মতো,
বাহিরিবার পথ
তখনও অজ্ঞাত ,
আছিল আমার ;
সূর্যেরে পথ
শুধাইনু বারবার ;
উত্তর মিলিলো -
রামধনুকের বাঁকে,
ঋণ কত হলো তবে -
সূর্য্য সেকথা
জানায়নি আমাকে.