আমি দখিনা বাতাস হয়ে
ফুলের গন্ধ বয়ে
তোর চাঁদ করেছি রঙিন
প্রদীপের চাপা ছাই
উড়েছে ফুলকি হয়ে
বাতিল ব্যর্থ আলাদিন
পুজোর আকাশ যেই দিয়েছে খবর
আমি ছুটে গেছি তোর কিনারায়
নতুন শারদীয়ার আশায় ছিলাম
তোর দেখা পাবো নিশ্চয়
আবার করে ফিরে আসতে চেয়ে
আমি খুঁজে গেছি তোর ঠিকানা
পাড়ার বাবুইপাখি খবর দিলো
মোনালিসা আর হাসে না
এমন আমার সাথে কেন যে হলো
আমি দেখেছি ভেবে কতদিন
ছেড়েছি যে ঘর তোকে বাধব বলে
আর হয়ে গেছি নিজে বেদুইন