ধূসর বনস্পতি
মুষড়ে পড়েছে আজ ঝড়ে,
সূর্য্য খুঁজছে ঘর
বেদনা সঘন বালুচরে,
চাতক মাগিছে জল
করুণাধারায় বর্ষার,
শূন্য থেকে সিংহনাদে
পড়ে বাজ কড় , কড় , কড় .
চাঁদির জরির মতো,
জ্বলে ওঠে বিদ্যুৎঝিলিক,
গাছের কোটরে লুকোয় কাক ,পায়রা,চড়ুই,চিল,শালিক,
কৃষ্ণকলির প্রেমে
হাবুডুবু সুনীল আকাশ,
পাগল হাতির মতো
শো শো শব্দে ছুটছে বাতাস.
যাচ্ছে উড়িয়ে নিয়ে
এই পৃথিবীর যত ধুলো,
যাযাবর জড়, -
তার নেই আর কোনো চালচুলো,
আকাশে মেলেছে মেঘ
জটায়ুর মতো কালো ডানা,
খস খস শব্দে
উড়ো পাতাদের আনাগোনা ,
ক্লান্ত জ্যোৎস্না আজ
নিয়েছে মাটির কাছে ছুটি,
লুকিয়ে মহাশূন্যে
তারারা হাসছে মিটিমিটি .