ছায়া

শালপ্রাংশু অবয়বে ,
এসেছিলে তুমি যবে,
ভূত নও, ভূতের মতন.
দেখিনি তোমার কায়া,
অন্ধকার আবছায়া,
রাত্রির  অরূপরতন.
 চিরন্তন চিরসত্যি,
কন্যা তুমি একরত্তি,
গিয়েছো সদাই আলো জ্বেলে.
হারাওনি নিজের সত্ত্বা,
মানবীর অন্তরাত্মা,
নিঃশব্দে যাও পা ফেলে.
সূর্যের আলোর মেলা,
যখন দিনের বেলা,
ব্যস্ত জগৎ-সংসারের কাজে.
শনিদেবের প্রথম পত্নী,
শ্যামলা অর্ধাঙ্গিনী,
সচরাচর দেখতে পাই না যে.
যখন সন্ধ্যা নামে,
তোমার সতীন বামে,
তার পায়ে পায়ে আসে রাত.
চারিদিকে জ্বলে আলো,
আঁধারের জমকালো,
সাজে তুমি লেখনী- দোয়াৎ .