বিদায়বেলা

হৃদয়ে পারদপারা ,
ফুটেছে নতুন তারা ,
জাফরি কাটা সিঁড়িতে সকাল .
ভেজা টবে জবজবে ,
পোঁতা চারা চেয়ে রবে ,
মানেনি এখন কলিকাল .
পরিত্যক্ত খেলাঘরে ,
যে ঝড় আছড়ে পড়ে,     
তার নাম বোধহয় ঝংকার.
গায়ে রোদ মাখামাখি,
কুলায় ফিরেছে পাখি,  
শোনা যায় তার ক্রেঙ্কার.
ডানা ভাঙা বুলবুল,
মাথায় হলুদ চুল,
বাগানের ক্যানভাস- এ আঁকা জলছবি.
বর্ষার জলসত্র ,
দিয়েছে চরমপত্র ,
মরেছে আঁতুড় ঘরে কবি.