সেরা ছবি

কেউ বা বলে ‘মোনালিসা’ জগৎ সেরা ছবি
কেউ বা বলে ‘বত্তিচেল্লি ভেনাস’,
কেউ বা খোঁজে অজন্তাতে, চাঁদেও খোঁজে কেউ,
কেউ বা বলে ভ্যান-গখই তো সবার সেরা ফেমাস।
 
প্রশ্ন যখন একই ভাবে আসে আমার কাছে,
দুচোখ বুঁজে হারিয়ে যাওয়া একটি ছবি খুঁজি,
মৃত্যু অন্তরাল ভেদি প্রাণের ফুলদানি –
আমার মনে ভেসে ওঠে ‘মায়ের মুখখানি’।