কবির বক্তব্য

আমার কয়েকটি কবিতা ও ছবি WEB লাইব্রেরি প্রকাশ করে আমায় কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। এখন পাঠক ও দর্শকদের এগুলি ভালো লাগলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।