জ্যোতিষ জাগৃতি প্রকল্প

Astro–Renaissance Project
Organiezed By
Prof. Rishabh Shastri
In Association With
Serampore Institute Of 
Modern Astrology

আজীবন সদস্য বা  প্রতিনিধি সদস্য হোন
আজীবন সদস্য –   501
প্রতিনিধি সদস্য - 1001
ডোনার সদস্য  –  2001 
জীবনপঞ্জি, পূর্ণ ঠিকানা  ও পরিচয় পত্র, কালার ছবি সহ আবেদন করুন

প্রত্যেক সদস্য বিনামূল্যে পাবেন 
লাইফ মেম্বার সার্টিফিকেট

সদস্যগণ নিজস্ব প্যাডে, বিজ্ঞাপনে, সাইনবোর্ডে লাইফ মেম্বার অফ  S.I.M.A.  লিখতে পারবেন। এছাড়া প্রকল্পের অধীনে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন । 
এছাড়া আমাদের অন্যান্য লক্ষ্য হল -
সকল জ্যোতিষীকে বিনামূল্যে “জ্যোতিষ সফটওয়্যার” প্রদান করা ।
জ্যোতিষের উন্মুক্ত উৎস নির্মাণ 
( Astro-Open-Source  )

নতুন জ্যোতিষী ও শিক্ষার্থীদের সহায়তা প্রদান জ্যোতিষীদের সুলভে জ্যোতিষ সামগ্রী পৌঁছে দেওয়া জ্যোতিষীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা জ্যোতিষ গবেষণা এবং গবেষণামূলক পত্রিকা ও বই প্রকাশ করা
ডাকযোগে / ইমেলে রিফ্লেসার কোর্সের ব্যবস্থা করা।

আজীবন সদস্য ও প্রতিনিধি সদস্য গ্রহণ করা হচ্ছে আপনি যদি সদস্য হতে চান তাহলে – নিজের পুরো নাম, অভিভাবকের নাম, সম্পূর্ণ ঠিকানা, পিন কোড, মোবাইল নম্বর, ই-মেল আইডি, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জ্যোতিষ জ্ঞান, বিশেষ দক্ষতা ও আগ্রহ, আপনি কিভাবে অংশগ্রহণ করতে চান বা সহায়তা করতে চান, আপনার প্রকাশিত বই, প্রবন্ধ বা গবেষণা মূলক রচনা – ইত্যাদি বিস্তারিত জানিয়ে বাংলা বা ইংরাজিতে ইমেল পাঠান।

কম্পিউটার, সংস্কৃত বা ইংরাজিতে দক্ষতা থাকলে সদস্য হিসেবে বাড়তি সুযোগ পাবেন। প্রতিনিধিরা যোগ্যতা অনুসারে নির্বাচিত হবেন। সকল জ্যোতিষী বন্ধু, অনুরাগী, শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক, অধ্যাপক, প্রশিক্ষক – সাধারণ বা আজীবন সদস্য হতে পারেন। সদস্যরা জ্যোতিষ গবেষণা, পত্রপত্রিকায় লেখা প্রকাশ, সেমিনারে অংশগ্রহণ ও অন্যান্য সুবিধা লাভ করতে পারবেন। যোগ্য ব্যক্তিরা বিশেষ ভাবে সম্মানিত হবেন ও গুরুত্বপূর্ণ পদলাভ করবেন এবং প্রজেক্ট অনুমোদিত পাঠক্রম অনুসারে জ্যোতিষ প্রশিক্ষণ কেন্দ্র (Branch College) পরিচালনা ও অধ্যাপনার সুযোগ পাবেন।

ইমেল – 
prof.rishabhshastri@gmail.com

প্রধান কর্মসূচী
ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মহান ঐতিহ্যকে আধুনিক যুগের উপযোগী করে তোলা এবং শিক্ষিত মানুষের মধ্যে তাকে পুনঃ প্রতিষ্ঠিত করা। অন্যান্য শাস্ত্রের মতন সুনির্দিষ্ট শিক্ষা ধারা অনুসারে পঠনপাঠন ব্যবস্থা, যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন জ্যোতিষ গবেষক, অধ্যাপক, প্রশিক্ষক এবং পেশাদার জ্যোতিষী নির্মাণ করা। তন্ত্র কেন্দ্রিক জ্যোতিষ নয়, বিশুদ্ধ জ্যোতিষই আমাদের বিচার্য বিষয় এবং ধ্যান-জ্ঞান ও পথ চলার মূল লক্ষ্য।

মূল পাঠক্রম
১) সংখ্যাতত্ব, আধুনিক করবিজ্ঞান, ভারতীয় বাস্তু শাস্ত্র
২) সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ- ( জাতক/প্রশ্ন/ মুহূর্ত / জাগতিক জ্যোতিষ ) 
৩) গ্রহ প্রতিকার ও রত্ন বিজ্ঞান – রত্ন ও উপরত্নের ব্যবহারিক প্রয়োগ
৪) প্রাকৃতিক স্বাস্থ্য বিধান – যোগা / প্রাণায়াম / আয়ুর্বেদ / রেইকি
৫) ব্যবহারিক সাংস্কৃতিক ভাষা –  পৌরোহিত্য, সুভাষিত শ্লোক, গীতা ও চণ্ডী পাঠ/চর্চা,                             

বিঃ দ্রঃ = ৪ এবং ৫ নং পাঠক্রম ঐচ্ছিক।  কেবলমাত্র  বিশেষ আগ্রহী ব্যক্তিদের জন্য। অন্যান্য কর্মসূচী সুশিক্ষিত ও প্রশিক্ষিত শাস্ত্রজ্ঞ জ্যোতিষী তৈরি করা।  জ্যোতিষীদের সকল ধারায় সার্বিক আধুনিকীকরণ ও গবেষণা করা। 
 বর্তমান সময়ের উপযোগী জ্যোতিষ বিচার বিশ্লেষণ, গবেষণার মাধ্যমে ফলাদেশ সূত্র  নির্ণয় করা।  
জ্যোতিষ পত্রিকা ও বিভিন্ন বই প্রকাশ করা, পাঠক্রম অনুসারে বাংলা ই-বুক তৈরি করা ও জ্যোতিষীদের প্রদান করা। 
ক্লাসিক্যাল জ্যোতিষ গ্রন্থগুলিকে বাংলায় ও ইংরাজিতে অনুবাদ করা।
সঞ্চিত জ্ঞানের প্রসারণের জন্য বিভিন্ন স্থানে ক্র্যাশ  কোর্স আয়োজন করা।
বিভিন্ন স্থানে শিক্ষা শিবির, জ্যোতিষ সেমিনার, কর্মশালা আয়োজন করা।
দূর-শিক্ষার (Distance) মাধ্যমে (ডাকে বা ইমেলে) জ্যোতিষ শিক্ষার প্রসার ঘটানো 
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার দক্ষতার প্রসার ঘটান ।    
প্রত্যেক গ্রামে  ও শহরে একজন করে শাস্ত্রজ্ঞ জ্যোতিষ প্রশিক্ষক ও অধ্যাপক তৈরি করা।
সকল সৎ ও শাস্ত্রজ্ঞ জ্যোতিষীদের উপযুক্ত সম্মান, মর্যাদা, মানপত্র  ও স্বীকৃতি প্রদান । 
সকল শাস্ত্রজ্ঞ জ্যোতিষী, হস্তরেখাবিদ ও জ্যোতিষ পেশায় যুক্ত ব্যক্তির নাম নথিভুক্ত করা 
সকল জ্যোতিষীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সকল জ্যোতিষীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা । 
আমরা বিশ্বাস করি
(১)  জ্যোতিষ চর্চা মানে জীবন চর্চা  (২)  জ্যোতিষ শুধু বিজ্ঞান নয় – এক মহা বিজ্ঞান
(৩) জ্যোতিষশাস্ত্র ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, হিন্দু ধর্ম, দর্শন ও জীবনের অবিচ্ছেদ্য  অঙ্গ, 
(৪) ভবিষ্যৎ দর্শন শাস্ত্রের সকল ধারার মধ্যে – “ফলিত জ্যোতিষ” – বহুশাখা যুক্ত পূর্ণাঙ্গ বটবৃক্ষ স্বরূপ। অন্যান্য শাখাগুলি লতানে গাছের মতন এবং জ্যোতিষকে কেন্দ্র করেই বেড়ে ওঠে।  
(৫) জ্যোতিষ বিজ্ঞান বাস্তবে জীবন বিজ্ঞান  
(৬) সব পথ এসে শেষে - মিলেছে জ্যোতিষে। 

Let Noble Thoughts Come To UsFrom Every Sides – Rig Veda


হরি ঔঁ তৎসৎ
সত্যম শিবম সুন্দরম
তারা মায়ের জয়–নেই কোনও ভয় ।। 
তারা মায়ের সন্তান–পাবেই পাবে পরিত্রাণ ।। 
“জয় মা তারা” বলে ডাকো–সদানন্দে থাকো ।। 

ঔঁ শ্রী শ্রী তারায়ৈ নমঃ।।
ঔঁ শ্রী শ্রী তারায়ৈ নমঃ।।
ঔঁ শ্রী শ্রী তারায়ৈ নমঃ।।

*** শুভমস্তু ***