প্রেরণাদায়ক পুণ্য শ্লোক ( নিত্য পাঠ্য )

সনাতন ধর্ম ও দর্শন অফুরন্ত সঞ্জীবনী মন্ত্রে ভরপুর। বেদ, চণ্ডী, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, জাতক কথা, পঞ্চতন্ত্র এবং বিভিন্ন মহাপুরুষ, মুনি-ঋষিদের বাণী ও জীবন তার প্রধান উৎস। নিয়ম করে তার কয়েকটা বেছে নিয়ে রোজ ২০/২৫ মিনিট পড়ুন। সৎ ভাবনায় উজ্জীবিত হয়ে মনটা সারাদিন চনমনে, সতেজ ও ফুরফুরে হয়ে উঠবে। সারাদিন কর্ম প্রেরণায় ভরপুর থাকবেন ও দিনটা খুব ভাল কাটবে।
আপনাদের সুবিধার্থে তারই কয়েকটি সাজিয়ে দিলাম। এর সঙ্গে রোজ আদ্যা স্তোত্র ও নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন।

প্রার্থনা
সর্বে চ সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ।
সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিদ্ দুঃখভাগ্ ভবেদ্।।

গুরু প্রণাম
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবো মহেশ্বরঃ।
গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ।।

গায়ত্রী মন্ত্র
ঔঁ ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতু বরেন্যং।
ভর্গো দেবস্য ধীমহি ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ ঔঁ।।

মহা মৃত্যুঞ্জয় মন্ত্র
ঔঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম।
ঊর্বারুকমিব বন্ধনান মৃত্যোমূক্ষীয় মামৃতাং।।


অমৃত শ্লোক


অসতো মা সদ্‌গময়,
তমসো মা জ্যোতির্গময় ,
মৃত্যোর্মা অমৃতং গময়।।


ঔঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
   পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।।


ঔঁ সহনাববতু সহনৌভূনক্তু সববীর্য্যং করবাবহৈ।
   তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ।।
 ঔঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

প্রণাম মন্ত্র

নবগ্রহ 
নমঃ সূর্য্যায় সোমায় মঙ্গলায় বুধায় চ।
গুরুশুক্র শনিভ্যশ্চ রাহবে কেতবে নমঃ।।

গণেশ
ঔঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং।
     বিঘ্ননাশকারং দেবং হেরম্বং প্রনম্যাহং।।

শিব
নমঃ শিবায় শান্তায় কারনত্রয় হেতবে।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বর।।

দুর্গা
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।

সরস্বতী
সরস্বতী নমস্তুর্ভ্যং বরদে কামরুপিনি।
বিদ্যারম্ভ্যং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা।।
সূর্য
ঔঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম।
ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম।।