জ্যোতিষী ধর্ম প্রচারক বা ধর্মগুরু নন। জ্যোতিষীর ব্যক্তিগত ধর্ম বিশ্বাস, ধর্ম বোধ ও ধর্মাচরণ থাকা স্বাভাবিক। জ্যোতিষীর কাজ হল – নিরপেক্ষ ভাবে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকলের কল্যাণ কামনা ও পরামর্শ দান করা। জ্যোতিষীর একটাই ধর্ম তা হল ‘মানবতা’, একটাই কর্তব্য, তা হল আপামর জনসাধারণের ‘সেবা’।
জ্যোতিষীর প্রধান কর্তব্য হল – সমস্যা গ্রস্ত মানুষকে সুস্থ ও স্বাভাবিক পথ দেখিয়ে সাফল্য ও সুপ্রতিষ্ঠার পথ প্রদর্শন করা। এছাড়া, সনাতন জ্যোতিষ শাস্ত্রের প্রচার, প্রসার, পঠন-পাঠন ও প্রশিক্ষণ দ্বারা সমাজের বৃহত্তম মানুষের কাছে জ্যোতিষের উজ্জ্বল ভাবধারাকে তুলে ধরা। জ্যোতিষ বিশ্বাসী মানুষের আস্থা অর্জন করে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
জ্যোতিষ বিশ্বাসী মানুষের কর্তব্য
(১) নিজের ও পরিবারের সকলের সঠিক জন্ম তথ্য সংরক্ষণ করা। বিশেষ করে ইংরাজি মতে জন্ম তারিখ, জন্মবার, জন্মসময় ও জন্মস্থান লিপিবদ্ধ করা।
(২) শিশুর জন্মগ্রহণের এক মাসের মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্মত নামকরণ করা। নামকরণের ক্ষেত্রে মনে রাখবেন নামকরণ যেন সংক্ষিপ্ত, শ্রুতিমধুর, সুন্দর অর্থবহ এবং পারিবারিক পরিচয় ও ঐতিহ্যবাহী হয়। ছেলেবেলা থেকে একটিই নাম ব্যবহার করুন, একাধিক নাম বর্জন করুন।
(৩) উপযুক্ত বয়সে শাস্ত্রজ্ঞ জ্যোতিষীকে দিয়ে কোষ্ঠী তৈরি করানো। জীবনের মৌলিক বিষয়গুলি (শরীর, স্বাস্থ্য, আয়ু, শিক্ষা, কর্ম) আগাম জেনে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা।
(৪) নিত্যকর্ম ও দশবিধ সংস্কারগুলি যথা সম্ভব মেনে চলা। উপযুক্ত সময়ে নামকরণ, অন্নপ্রাশন, দীক্ষা, উপনয়ন, ইত্যাদি সাধ্যমতো পালন করা।
(৫) ভারতীয় জীবনধারা, আদর্শ, শিক্ষা ও সংস্কৃতি মেনে চলা।
(৬) জ্যোতিষিকে উপযুক্ত সম্মান, পারিশ্রমিক ও মর্যাদা দিয়ে উৎসাহ দান করা। সৎ, শাস্ত্রজ্ঞ ও অভিজ্ঞ জ্যোতিষীর সন্ধান করা ও অন্যদের জানানো।
(৭) সুস্থ, সুন্দর, ও সুখী বিবাহিত জীবন এবং সুসন্তান লাভের জন্য বিয়ের আগে যোটক বিচার ও রক্তের শ্রেণী বিচার করান। অষ্ট কুট বিচারে পাত্র-পাত্রীর কোষ্ঠীর সার্বিক মূল্যায়নে অধিক গুরুত্ব দেওয়া দরকার।
(৮) জীবন রথের দুটি চাকা “ভাগ্য ও কর্ম “ । ভাগ্যের টানাপড়েনে হতাশ না হয়ে, মাঝে মাঝে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা।
(৯) সমস্ত গুরুত্বপূর্ণ কাজ (বিয়ে, চুক্তি, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন) মুহূর্ত জ্যোতিষ মেনে করা ও জ্যোতিষীর পরামর্শ মেনে স্থির করা।
(১০) সর্বদা মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র প্রজ্ঞাবান মুনি-ঋষিদের সৃষ্টি। কয়েকজন বাকসর্বস্ব, প্রচার সর্বস্ব, বহুরূপী ও বকধার্মিক ব্যক্তির জন্য এ শাস্ত্রকে ভুল বুঝবেন না। জ্যোতিষে আস্থা রাখুন এবং জীবনে এগিয়ে চলুন।