আমি রাতভোর, ঘনঘোর মেঘে,
দেখে গেছি তোকে,
অজানা আবেগে,
তুই এলি যদি, সুরে বয় নদী,
ভাসিয়েছি তরী, দেখে জলপরী,
যে মেঘবালিকা, হয়ে কুহেলিকা,
স্পর্শ করেছে, সলাজে চেয়েছে,
ভাঙিয়েছে ঘুম, রাত্রি নিঝুম,
অরূপ রত্ন, ভাঙিয়ে স্বপ্ন।
সেই যদি এলি, খেলে জলকেলী,
কখনো রংগে, ভাবতরঙ্গে,
সুরেলা কোলাজে, ভাসা মন্তাজে,
জলের সৃষ্টি, হয়েছে বৃষ্টি,
আধোঘুমে থেকে, আধখানা জেগে,
তোর ধুমজ্বরে, সোহাগে,
আদরে গিয়েছি যে মিশে, প্রাণের আবেশে,
তোর সাথে কালা, প্রিয় মেঘবালা।
আমার শহরে, সুখের শায়রে,
তোর বাধা গতে, রামধনু প্রাতে,
রোদ ঝলমলে, বৃষ্টিতে গলে,
গাছের পাতায়, জলের ফোঁটায়,
যেখানে আলোকবর্ষ মেলায়,
থেমে যায় গতি, সুস্থির অতি,
রেখেছি যে চোখ,
দু-চোখে আলোক,
আমার ছবি তোর চোখের তারায়।