দাবার রাজা ভারতবর্ষ

এমন একটা খেলা,

 জন্ম হয়েছে যার এই দেশে।

 কয়েক হাজার বছর,

 খেলছে মানুষজন ভালোবেসে।

 রাজা আছে,

 মন্ত্রী আছে,

 হারা জেতা আগে পিছে।

 কার বুদ্ধির জোর,

 কত বেশি দেখা যাবে,

 সব শেষে।

 এক রাজা মাত হলে,

 আরেক রাজা এসে,

 দাঁড়াবে পাশে।

 

রাবণরাজার ঘরে,

 করলে এখেলা শুরু মন্দাদোরী।

 যুদ্ধের নেশা ছেড়ে,

 দাবার ছকে বাঁধা জারিজুরি।

 হাতি, ঘোড়া, নৌকা চলে,

 আট সৈনিক দলে,

 কার দাবার চালে,

 হয়ে গেছে চালমাত।

 ইতিহাসে গর্ত খুঁড়ি,

 ভারত নতুন দিনে,

 উড়িয়েছে আলবাত,

 বিশ্বসেরার ঘুড়ি।