যদি তুই ঢাললি আলো আমার চাঁদে,
প্রেমেরই চোরকাঁটা হয়ে ফেলব ফাঁদে।
আমি তোকে চাইব নিতে নিজের করে,
বল তুই আসবি তবে আমার জোরে।
বাঁধলি বাসা আমার মন অতলে,
আমি দিন বদলে দেব তোর আসলে।
একবার আমার ডাকে দে না সারা,
বাগিচায় ভরে দেব সবুজ চারা।
আমি সব বদলে নেব তোর কপালে,
বসবি আয় না পাখি আমার ডালে।
আমি জল দিচ্ছি যে তোর গাছের গোড়ায়,
তুই জিন দে না এসে আমার ঘোড়ায়।