আমার সুখের দেশে,
যদি তোকে ডাকি হেসে,
আসবি কি তুই দিন বুঝে! আমি তোর ইন্দুতে,
ভরে যাওয়া বিন্দুতে,
আকাশের তারা দেব খুঁজে।
আমার প্রেমের জলে,
জ্যোৎস্না ঝলমলে,
ঢেউ এসে ভেজাবে তোকে।
আমার পাহাড়ি পথে,
মন চলে বাধা গতে,
ধোঁয়াশায় পাথরের বুকে।
জলে ভেজা সমতলে,
তোর খবর এলে,
বর্ষা নেমে যাবে শহরে।
বাদল মেঘের কালো,
ঢেকে সূর্যের আলো,
আমায় বাঁধবে তোর লহরে।