প্রথম দেখার পরে,
রেখেছি দুচোখে ধরে,
চাইনি যেতে ফেলে রেখে।
আমি তোকে মনে মনে,
চেয়েছি আমার করে,
মেলবার দিন থেকে।
কতবার তোকে ঘিরে,
পাখিরা মিছিল করে,
গেয়ে গেছে নিজেদের গান।
আমার তরুশাখে,
শুকপাখি তোকে ডাকে,
হোক তোর অমৃতস্নান।
এমনও ঝর্ণা আছে,
যার ধারায় বাঁচে,
পৃথিবীতে কতনা প্রাণী।
আলোকঝর্ণাধারা,
বাঁচাবে সবুজ চারা,
যেটা নিজের বলে জানি।