আর্জি

আমার মনে তোকে,

 লুকিয়ে রেখে ঢেকে,

 পড়েছি মহা ফাঁপরে।

 তোর কথা কেউ বলে,

 খুনসুটি করে চলে,

 আমি রয়েছি চুপ করে।

 

তোর সাথে দেখা হলে,

 যেকথা বলবো বলে,

 রেখেছি সব সাজিয়ে।

 কিভাবে দেখা হবে,

 সেকথা কে বলে দেবে,

 দেখবো তোকে বাজিয়ে।

 

আমার চলার পথে,

 থাকতে চাইলে সাথে,

 ভালোবেসে রঙিন ছোঁয়ায়।

 তোকেই সঙ্গে নিয়ে,

 নদীপথে তরী বয়ে,

 শুধোবো নিবি কি আমায়?