যদি বলি আজ তোকে,
আসিসনা কখনো স্বপ্নে আমার।
আমার জ্যোৎস্নালোকে,
এবার বন্ধ হোক তোর অভিসার।
আমি নীল রঙের ভেলায়,
দেখেছি সূর্যবলয়,
যদি রামধনু রঙে,
ঢাকা পড়ে পড়ুকনা তোর আলয়।
কোনদিন মন থেকে,
চেয়েছিস আমায় কি,
তুই সাগরে।
কখনো আমার কথা,
ভেবেছিস বসে তুই,
একলা ঘরে।
আমি পূর্ণিমা রাতে,
হারাতে চেয়েছি সাথে,
তুই অমাবস্যায়,
হারিয়ে গেছিস এক অজানা পথে।
বিদায়ের ঘন্টা,
পড়েই গিয়েছে যদি,
থাক না এবার।
জানিনা দুজনের,
স্বপ্নে কখনো দেখা,
হবে কি আবার! চাইনা আমার বুকে,
আর তুই থাক সুখে।
সব চাওয়া-পাওয়া,
আশা-নিরাশার দোলা,
থামুক এবার।