কার ডাকে

যেই রাত তোকে, হাত ধরে ডাকে,

 একলা ঘুমের দেশে।

 সাঁঝবাতি নেভে, অল্প লালাভ,

 রেশ রেখে অবশেষে।

 আমি চাঁদবাড়ি, থেকে করে আড়ি,

 তোর ধোঁয়াশায় আছি।

 তুই চাস যদি, এসে যাবো তোর,

 স্বপ্নের কাছাকাছি।

 গেলো কয়দিনে,  আমার বাগানে,

 ফুটেছে হাসুহানা।

 তাদের গন্ধে, আসছে সুদিন,

 এমনই দিচ্ছে জানান।

 তুই শেষমেশ, এমন আবেশ,

 রাখতে দিবি কি মনে? তোর আসা-

যাওয়া চলতে থাকুক, আমার রাত্রে-দিনে।

 রাত কেটে যাক,  স্বপ্ন সোহাগ,

 শেষ হয়ে গেলে পরে।

 সত্যি করে, একদিন চলে,

 আয়না আমার জ্বরে।

 যে ভুলবশতঃ, ভুলতে আমি,

 চেয়েছিলাম তোকে।

 সত্যি করেই, দিলি জাগিয়ে,

 তুই যে আমায় ডেকে।