কখনো কখনো রাত,
ফিসফিসে আমার কানে।
তোর কথা যায় বলে,
লুকিয়ে সঙ্গোপনে।
জ্যোৎস্নাহীন সে রাতে,
অমাবস্যায় ভরাতে,
জোনাকীরা জ্বলে নিভে,
হারিয়ে যায় উজানে।
আকাশে গভীর নীলে,
দাগ কেটে যায় যে চিলে।
ঝিকমিক তারার ভিড়ে,
ভাসা মেঘ ফিরছে ঘরে।
সাগর গভীর জলে,
তোর অতলে দুলে,
হাওয়ায় তোর খবর ভাসে,
শুকনো পাতার মর্মরে।
তাড়াতাড়ি শেষ হয়েছে দিন,
পাখিরা ফিরছে ঘরে সঙ্গীহীন।
যতটুকু লাল আছে সোনা রঙে,
মিশে লাগে অর্বাচীন।
আকাশের সাজানো আসর,
ভাঙা আজ লাগছে বাসর,
কালিমাখা ক্যানভাসে,
তোর ছবি কাড়ছে আমার নজর।