আমি তোর সব ছবি,
সাজিয়েছি মনে মনে।
ছিল ঝিলিক লেগে,
তোর দুই-
চোখের কোণে।
আমি সাঁঝবাতি জ্বেলে,
দেখেছি শিখার দোলে,
তুইও গেছিস ভেসে,
আমার নদীর স্রোতে দূর উজানে।
তোকে পাওয়ার আশা,
বৃথাই ছিল।
যখন পাহাড়ে প্রেম,
স্বপ্ন দিলো।
আমার সব ফুল,
রঙিন শোভায় সেজে,
তোর বাগানে।
তুই কি আমার খোঁজে,
আসবি না কোনোদিনই,
আর এখানে।
আমি তোর তুলি দেখে,
এসেছিলাম রং মেখে,
তোর ক্যানভাস এ বয়ে,
আমার ঝর্ণা গতি,
পেয়েছে প্রাণে।