যদি আর কোনদিন,
আমাকে মনে পড়ে শেষ রাতে।
জানবি আছি আমি,
তোর ছায়াপথে সব প্রভাতে।
আমি তোর মায়া হয়ে,
আশপাশে যাবো রয়ে,
তোর সেতারের সুর,
ভাসবে বাতাসে রোজ-
ই আমার সাথে।
সাঁঝের আকাশে চাঁদ,
উঠবে মেতে।
তারাদের সাথে নিয়ে,
মেঘের শীতে।
আমি মেঘবালা হয়ে,
রয়ে যাবো চাদরের কোনো ভাঁজে।
আসবো না মেঘের,
যেমন আসিনি তোর কোন কাজে।
মেঘের চাদর গায়ে,
আমি তোর ডাইনে বাঁয়ে,
রয়ে যাব নিশি ডেকে,
অশরীরীর মতো না দেখা সাজে।