তোর ডাকে

কতদিন তোর স্মৃতি,

 ডেকেছে হাতছানিতে।

 আমাকে তোর দেশে,

 তোর প্রেমে তোর গ্লানিতে।

 যেন পথ ভুলে গেছি এমনি ধারা,

 তোর নিশানায় আমি পাগলপারা।

 তোর শেষ কথা আমি যাইনি ভুলে,

 তুই বুঝে নিস্ ঠিক সময় হলে।

 

তোর জল চেয়ে গেছে আমার ছবি,

 তোর ঝর্ণায় রাখা রয়েছে সবই।

 যদি বলি শেষ রাতে,

 কেন কিছু না শুনে চলে গেলি।

 আমিতো চেয়েছি তোকে,

 তুই কেন ভুল বুঝে হারিয়ে দিলি।

 তুই শুকতারা হয়ে গেছিস,

 আমাকে চেয়ে।

 আমি সাঁঝবাতি জ্বেলে,

 তোর অপেক্ষায় গিয়েছি রয়ে।