একবার যাস শুনে আমার কথা,
আয়না নিয়ে তোর গল্পগাথা।
মিলতে চাই শুধু একবার তোর সাথে,
দিন চাইছে তোকে কাছে।
রাত স্বপ্নের আনাচে,
আমি আছি যে তোর
আবছায়াতে।
রয়েছি রামধনুকে,
আমি তোর রং মেখে,
ছড়িয়ে দিই আলো চারদিকে।
আর গোধূলী বেলাতে,
লাল-সোনালী আলোতে,
তুই থাকিসনা হয়ে ঝিকমিকে।
যখন চাঁদ নামে সাঁঝে,
তখন কার বীণা বাজে,
করুণ সুরে এই হাওয়াতে।
আমি তোর কথা ভেবে,
গাছ পুঁতেছি টবে,
আমি ভালোবাসি
থাকতে ছাওয়াতে।