আলোলিকা

কখনও হটাৎ যদি,

 রাস্তায় হয়ে যায় দেখা।

 তুই কি কোনো কথা,

 বলবিনা আমার সাথে? প্রায়দিন সুখ-দুঃখে,

 তোকে আমার চিঠি লেখা।

 রাখবিনা নিশ্চয়,

 নিজের পুরোনো ব্যাগটাতে।

 

ভুলতে তোকে আমি চাইবনা,

 আরও বেশি পড়বি মনে।

 পেয়ে হারানোর গান গাইবনা,

 যাস রয়ে চোখের কোণে।

 মাঝে মাঝে যখন আমার,

 চাঁদের সঙ্গে কথা হবে।

 দেব তোকে প্রেমের আলো,

 তোর খবর দিলে তবে।

 

শুনতেই হবে তোকে,

 গল্প সে রূপকথার।

 বিরহের জ্যোৎস্নারাতে,

 বলবো যখন আবার।

 শেষরাত যাবার আগে,

 হবি তুই সূর্যগামী।

 তোর আলো ফুটবে যখন,

 ঘুমিয়ে পড়ব আমি।