দিশা

কতবার আমি আমার আকাশ,

 দেখেছি সাগরজলে।

 পাইনি তোর দিশা,

 তবু খুঁজে গেছি অতলে।

 ভুলে গেছি তোর নিজের শহরে,

 হারানো পথটাকে।

 হাসুহানার গন্ধ তখন,

 ছেয়েছিলো আমাকে।

 মেঘে মেঘে ভারী হয়ে শেষমেশ,

 পড়লো আকাশ নুয়ে।

 বৃষ্টির জল ছপাক ছপাক,

 পথ গিয়েছে ধুয়ে।

 

ভিজে ঘাসের ফাঁকে আজও,

 হলুদ পাতা বাছিস।

 ঠান্ডা হাওয়ার ঝাপ্টা এসে,

 বলেছে তুই আছিস।

 মেঘের আড়ে গেছিস উড়ে,

 ঘোড়ায় টানা রথে।

 তোকে দেখার অপেক্ষাতেই,

 আছি ছায়াপথে।

 রাত্রে ফোটা জুঁই-

এর কুঁড়ি,

 ভোরের ফুল হয়ে ঝরে।

 আমার স্বপ্নশায়র তোকে,

 রাখবে দুচোখ ভরে।