আমি সবটুকু মেঘ,
জড়ো করে ভরব আঁজল।
যে নদীর রূপরেখা,
বদলেছে তোর আঙিনায়।
হবে না পিছিল পথ,
ঢেলে দেব সবটুকু জল।
রয়ে যাবে কলকল,
গোপন বেহাগে সুষমায়।
তোর আধবোজা চোখ,
দেখে না আমায় কোনোকালে।
সামনে দাঁড়িয়েও,
কখনো হয়নি দেখা।
যদি চাঁদ তোর মুখে,
সবটুকু জ্যোৎস্না ঢালে।
তারারা নীলমণি,
করে তোকে রাখবে অলেখা।