কোনোদিন যদি আবার তোকে,
দেখি মানুষের ভিড়ে।
বেরোবে তপ্ত দীর্ঘশ্বাস,
ভাঙা এ বুক চিরে।
হারিয়ে গেলি কবে যে হটাৎ,
মানুষের কোলাহলে।
তোর নামে আমি রেখেছি,
গাছের ছায়া নদীর জলে।
খুঁজে যাই চেনা রাস্তায় তোকে,
এখনো দু-চোখ ফাঁকি।
যাওয়া-আসার পথে,
সবুজ চারা পুঁতে রাখি।
মাঝে মাঝে তোর তাদের সাথে,
হয়েই যাবে দেখা।
আমিও খবর পাবো যখন,
ফুটবে আলোর রেখা।
গোধূলির হাওয়া হালকা রোদ,
সেও এই পথে মাখে।
এদিকে আমার যাওয়া-আসা,
কেউ বলোনা তাকে।
হয়তো বা সে সন্ধ্যাতারায়,
খুঁজবে শ্রাবণ মাস।
আমার স্বপ্নশায়র তাকে,
বাঁধবে যে নাগপাশ।