কখনো ভাবিনি আমি,
তুই ফিরে দেখবিনা আর,
আমার মনের মহলে।
কিছু কথা বাকী ছিল,
দুই তরফেই দুজনের,
কি হবে দেখা না হলে।
অনেক বলার ছিল,
কিছুই যে বলা হলো না।
তবু তুই চলে গেলে,
আমি আর আটকাবো না।
যদি ভুল বোঝাবুঝি,
হয়ে থাকে দায় দুজনের,
কোনো কথা তুলিসনি কানে।
তোর মন যা চাইলো বলে গেলি একতরফা,
গেলোনা বোঝা পুরো মানে।
কিছুদিন থাক নয় একা একা নিজের মনে,
সব মানে একদিন খুঁজে পাবি
বসে নির্জনে।
আমি তোর কথা ভাবিনি কখনো,
হৃদয়ে গাঁথব বলে।
আমি তোর মুখ দেখিনি কখনো,
সবুজ সাগর জলে।
তোর কথা তবু বাতাসে বয়েছে,
এখনো কানেই রয়েছে।
তোর মুখ ভেসে আছে দুই চোখে,
কালো দীঘিজল সয়েছে।
তোর চেনা হাসি আবছাই মনে,
উচ্ছাস তার ভারী।
তুলেছি ঝিনুক তোকে দেব,
আমি মুক্তোর কারবারি।
তোর গাওয়া গান বাজে গুনগুন,
আমার ফাগুন মাসে।
তোর ফেলে যাওয়া চন্দনা টিয়া,
আজও কত ভালোবাসে।
তোর আঁকা ছবি আজও তোলে ঝড়,
জানলার ক্যানভাসে।
তুই নেই তবু তোর অবয়ব,
বসে যে আমার পাশে।
আমি গোধূলিতে রামধনু রঙে,
তোর ছবি এঁকে যাবো।
ঝিনুক দিয়ে আলগা বালিতে,
তোর নাম লিখে দেব।