যেদিন তোর অভাবে,
সাগর কিনার চাবে,
বালুচরে তোর দেখা নাই।
ব্যথার তুলিতে আঁকা,
তোর ছবি মেলে পাখা,
মনের আকাশে উড়ে গেছে তাই।
ফুলের বাহারে ঠাসা,
তোরই মতো ধোঁয়াশা,
পথভোলা হয়ে উড়ে এসেছে।
যখন বাঁধিনি বিন,
সুরহারা তুই-হীন,
বাতাস বেহুশ হয়ে ভেসেছে।
অনেক দিনের পর,
মেলেনি যে অবসর,
যখন পেয়েছি দেখা মন।
ঝর্ণার স্রোত হয়ে,
গেছিস নদীতে বয়ে,
ভরে গেছে জলে আঁখিকোণ।