হারাতে চাই

আমার একলা থাকার প্রহর গেছে বয়ে,

 তোর ঠিকানার খোঁজে।

 তার ফেরার আশায় রয়েছি বসে,

 একলা দুচোখ বুজে।

 

একটা পাখি গাইছে যে গান,

 বসে গাছের ডালে।

 চড়ুইগুলো কিচিরমিচির,

 করছে খড়ের চালে।

 

শুধোই তাদের তোরই কথা,

 কোথায় গেছে রয়ে।

 প্রহর সে তো থামেনি আর,

 গিয়েছে হারিয়ে।

 

বললো পাখি রয়ে গেছিস,

 তারই গানে গানে।

 আমার কানে বাজছে বেসুর,

 বুঝিনি তার মানে।

 

কেউ জানে না কোথায় গেলে,

 তোর-ই খবর পাই।

 পড়লে মনে বারে বারে,

 হারিয়ে যেতে চাই।