কত স্বপ্ন তোকে নিয়ে গিয়েছি এঁকে আমার দুচোখ ছুঁয়ে।
আর একটা কথা বল সত্যি করে,
তুই ভাবিসনি কিছু তা নিয়ে।
যদি মেলামেশা, ভালোবাসা নিয়ে,
দোনামোনা ছিল দুজনের।
আমি কুড়িয়েছি প্রেম সুখসায়রে,
তোর সাহসে কুলোয়নি মনের।
কখনো তাকাস না চেনা ঢঙে,
আসেনা জোয়ার আর মরা গাঙে।
আবার যদি বা দেখা হবে,
আসা যাওয়ার পথে।
আমাকে বন্ধু করিস তুই তখন,
চেনা ঠিকানায় একসাথে।
যখন আমার কথা মনে করে,
আসবি নতুন প্রাণ জুড়িয়ে।
কথা দিলাম নেবো লাঠাই-ঘুড়ি,
ভালোবাসায় ভরিয়ে।