বাঁধভাঙা চাঁদ

পড়লো প্রেমের কালির আঁচড় 

আমার বসন্তে,

তুই লুকিয়ে কোথায় রয়ে গেলি বল,

চেনা হসন্তে।

তুলি তেলের জবরজঙের,

একটা ছবি আগুন রঙের,

ছেয়ে আছে আকাশ বাতাস,

ছড়িয়ে তোর দেশে।

আমার হারিয়ে গেছে সমস্ত দিন,

এই ফাগুন মাসে।

 

একটা কোয়েল গাছের ফাঁকে,

 নরম রোদ্দুরে,

 ডেকেছিল আলতো স্বরে 

আমার নাম ধরে।

 একটা তারা আঁধার রাতে,

 স্থির দাঁড়িয়ে আড়ি পেতে,

 শুনছে বুঝি আমার কথা,

 তোর শ্রাবণ মাসে।

আজকে আমার বাঁধভাঙা চাঁদ,

দাঁড়িয়ে তোর পাশে।