তোর কাছে

আজকে কেন হলাম উদাস,

 হারিয়ে মনের রাশ,

 তোর-ই কথা ভেবে ভেবে সারাদিন।

 আমার এ-মনে বুঝেছি আভাসে,

পেতেছিস তুই বাস,

 পিদিম জ্বলা রাতে হয়ে আলাদিন।

 

এ কেমন কথা, অজানা যে ব্যথা,

 দিচ্ছে মোচড় বুকে,

 তারই নাকি আসল নাম প্রেম।

 হয়নি তো কালো, বিদায়ের আলো,

 মিঠে নরম মুখে,

 পরতে পরতে জমে আছে তার হেম।

 

আমি বার বার ঘুরে ফিরে আসি,

 তোর মুলুকের দ্বারে।

 হলুদ ডানায় নীলাকাশে ভাসি,

 বাঁধভাঙা রোদ্দুরে।