স্বাগতা

কতগুলো দিন বল,

 কেটে গেছে কতগুলো দিন।

 তোর মতো আমারও, 

একা চলা সঙ্গীবিহীন।

 কোথায় কিভাবে ছিলি,

 জানিনা কিছুই খবর।

 হয়নি দেখা দুজনে,

 তবুওতো পুরোনো দোসর।

 

রেখেছিলি মনে মনে,

 আমিওতো ভুলিনি তোকে।

 হটাৎ হলো যে দেখা,

 আনমনে চোখের পলকে।

 কুশল বিনিময় -

 এ রীতি অনেক পুরোনো।

 চলে গিয়েছিলি কেন,

 কারো অনুযোগ নেই কোনো।

 

রোজদিন না হলেও,

 মনে তোকে পড়ে জ্বালা-

জ্বরে।

 আমি ফুল ছুড়ে গেছি,

 তোর অসুখের খবরে।

 তুই উঠেছিস সেরে,

 আমি আছি এখন অসুখে।

 আসিসনা একবার,

 আমার দিনের দুঃখে।