ফাল্গুনী

তোর দুচোখের জলছবিতে 

যখন ফাগুন এলো-

 আমার দেশে সাজের বাহার 

আগুন রঙের হলো।

 আমার সুখের জলফোয়ারায়,

 একটা ময়ূর পেখম নাচায় 

খুশির মালায় একটা পালক,

 গেলো যেন ঝরে।

 কোয়েলের শীষে মাতোয়ারা আজ,

 বাতাস ফুরফুরে।

 

যখন আমি আসিনি আর,

 তোরই আকাশপথে।

 স্বপ্নেরা সব মিছিল করে,

উড়েছে একসাথে।

 

তোর সীমানার সবুজ ফিতে

আমার ছাতের সাঁঝবাতিতে,

একলা হাতে দোলাচ্ছে তার,

 অশনি সংকেত।

 

একবার এসে দেখিস আমার,

 হলুদ সর্ষেক্ষেত।