তোমার কথার চেয়েও,
ভেজা গলা বলে দেয়,
চেনা সুখে এলে- যেই,
দেখলে আমায়।
আমি বুঝিনি প্রেম,
হয়েছে হেম,
তোমায় দেখার অসুখ,
হাওয়ায় ভেসে বেড়ায়।
আমার গানের সপ্তসুরে,
ভাসছে দূরে,
মনবাহারে,
তোমার স্মৃতি বাষ্প হয়ে,
নতুন রূপে বাঁচে।
জোলো হাওয়ায় দুঃখের তুলি,
মেরেছে টান কাঁচে।
একলা দাওয়ায় বসে যখন,
আমায় মনে পড়ে।
স্বপ্ন দেখে তোমার দুচোখ,
আমার মুলুক ঘুরে।
যত্নে সাজানো দুচোখের মণি,
বেদনাবিধুর আলগা চাহনি,
আমার পাড়ায় ওঠে ঝংকার,
বাজে কনকিঙ্কিণী।
অশ্রুনদীতে মুক্তবাহার,
মেঘমালা ঝরা গিনি।