একটা পাখি আজকে ভোরে,
বললো আমায় ডেকে।
এসেছে সে তোমার বাগান থেকে,
আদর মেখে।
ঝরছে শিমুল পলে পলে,
দুলছে পলাশ দুলকি চালে,
গাইছে কোয়েল তালবেতালে,
উড়ছে তুলো পাকে।
আমগাছেতে বাদুড় এসে,
খাচ্ছে যে আম চেখে।
চড়ুইগুলো কিচিরমিচির,
করছে গাছের ডালে।
গাছের থেকে উপড়ে শাখা,
বসছে খড়ের চালে।
সুখে উড়ে এসে একটা পাপিয়া,
চেনা সুরে গেয়ে ওঠে পিয়া-
পিয়া,
শরতের সাজা কাশ বয়ে গেছে,
সহসা তোমার দেশে।
বলবে তোমায় "ভালোবাসি",
আমার ছদ্মবেশে।