এখন দাঁড়িয়ে আছি যে সেই
পলাশ গাছের নীচে,
যেখানে তোর আমার কথা
গেছিলো হয়ে মিছে।
আজও এখানে পাখির কুজন,
দক্ষিণ হাওয়া, ময়ূর নাচন,
শুকনো রোদে রডোডেনড্রন,
ঠায় দাঁড়িয়ে আছে।
এই বাগানটা রয়েছে এখনো
তোর পাড়ার কাছে।
সবই আছে একইরকম,
পুরোনো সেই ধাঁচে।
আসতিস বড়ো ভয়ে ভয়ে
কেউ দেখে ফেলে পাছে।
এলোচুলে দ্রুতপায়ে,
দাঁড়াতিস তুই কাছে।
দেখতিস মুখ তুলে চেয়ে,
ঝরতো হাসি দুচোখ বেয়ে,
পাখিরা সব উঠতো গেয়ে,
কাছেই হিজল গাছে।
রাগ ভুলে তুই একবার এলে,
পলাশ কিন্তু বাঁচে।