প্রীতিসুধা

কেউতো আমাকে, দেখেছে পলকে,

 হারানো দুপুরে, আমি কাছে দূরে,

 রেখে গেছি চোখ, তোর চলা রোখ,

 থেমে গেছে পথ, দুরু দুরু বুকে।

 

একবার বল, তোর চলাচল,

 আমার পাড়ায়, ঘুরে দাঁড়ায় 

হলো নিশিভোর, চোখে চোখে তোর, 

বর্ষা থামেনি, জমে গেছে জল।

 

আমিতো তোর, পুরোনো দোসর,

 তুই কেন তবে, এখনো নীরবে,

 অচেনা আমায়, বিনা ইশারায়,

 এক লহমায়, করে দিলি পর।

 

যদি কোনোদিন, আমার হরিণ,

 তোর পথে ছুটে, যায় খুশি লুটে,

 একটু দাঁড়াস, আঙ্গুল বোলাস,

 নরম মাথায়, সুধে দেব ঋণ।